[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চের

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা–কর্মীরা।

পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ এই কর্মসূচি শুরু করে। বিকেল চারটা পর্যন্ত এই প্রতিবেদন লেখা সময়েও কর্মসূচি চলছিল।

ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের একটি পরিচিত মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গণসংযোগ চালিয়ে আসছিলেন।

১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি করে আততায়ীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তাঁকে দাফন করা হয়।

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই আজ শাহবাগ মোড় অবরোধ করা হয়।

শাহবাগ মোড় অবরোধে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগান দিচ্ছেন।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন। এই অবরোধ চলছে এবং চলবে। বিচার না হওয়া পর্যন্ত তাঁরা শাহবাগ ছাড়বেন না।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই ছিল, তা চলমান রয়েছে। ওসমান হাদিকে সামনে রেখে এই লড়াই অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমাদের লড়াই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার। সেই লড়াই আমরা চালিয়ে যাব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন