[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশঃ
অ+ অ-
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার বেলা পৌনে তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এবং শের–ই–বাংলা এ কে ফজলুল হক হলসংলগ্ন সড়ক ঘুরে আবার বটতলায় শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নজরুল নাইমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ‘বিপ্লবী ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার কোনো ব্যাখ্যা দিচ্ছে না। জুলাই গণ-অভ্যুত্থানের একজন অগ্রনায়ককে দিনদুপুরে হত্যা করা হলো, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও বিচার হয়নি। এটি লজ্জাজনক।’

সমাবেশে ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সিয়াম ইত্তেসাম বলেন, ‘আমরা এখানে কাঁদতে আসিনি। এখানে কালো ব্যাজ ধারণ করতে আসিনি। আমরা এসেছি হাদির হত্যার বিচার চাইতে। হাদির রক্ত বৃথা যাবে না। ঘাতকরা ভেবেছিল, কয়েকটি বুলেট দিয়ে হাদির ইনকিলাবের স্বপ্নকে ভেঙে দেবে। কিন্তু বলতে চাই, এক হাদি চলে গেলেও কোটি কোটি হাদি বাংলার প্রতিটি ঘরে জন্ম নিয়েছে।’

জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, ‘হাদিকে হত্যা করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা বিপ্লবীদের টার্গেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং খুনিদের দেশ ত্যাগের সুযোগ দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে যেমন জঙ্গিবাদের নামে দমন-পীড়ন চালানো হয়েছিল, আজও তেমনি নতুন করে সেই চেষ্টা চলছে। আমাদের দাবি, সরকার হাদি হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত নিশ্চিত করবে। হাদির ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন