[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা, আহত ৪

প্রকাশঃ
অ+ অ-
হামলার পর পড়ে রয়েছে বিএনপির কার্যালয়ের ভাঙা চেয়ার। গতকাল রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ভৈরব বাজারে | ছবি: পদ্মা ট্রিবিউন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায় চর কিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চারজন আহত হন।

স্থানীয়রা জানান, চর কিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে ১৩ ডিসেম্বর রাত আটটার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মোজাক্কের ১৩ জনকে আসামি করে মামলা করেন। শনিবার পুলিশ সেই মামলার তদন্তে ঘটনাস্থলে আসে।

বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, পুলিশ তদন্ত শেষে চলে গেলে আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে চর কিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), ইউনিয়ন যুবদলের কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৫) ও উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন (৪৮) আহত হন। সাহারাজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন, বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. শামীম উদ্দিন বলেন, ‘শনিবার রাতে চর কিং ইউনিয়ন থেকে হামলায় আহত সাহারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।’

চর কিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী জানান, পুলিশকে তথ্য দেওয়ার পরই বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

আনুষ্ঠানিকভাবে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে আবু তাহের ও তাঁর অনুসারীরা এলাকায় নেই।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আগে একবার মারামারি হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে শনিবার সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন