নিখোঁজ যুবকের পায়ের রগ কাটা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার
![]() |
| নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। শনিবার সন্ধ্যায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরে নিখোঁজের তিন দিন পর সোহাগ হোসেন (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকার একটি গাছের শিকড়ের ভেতর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখমণ্ডল কিছুটা থেঁতলানো, পায়ের রগ কাটা এবং দুই চোখ উপড়ানো ছিল।
নিহত সোহাগের মূল বাড়ি রংপুর জেলায় হলেও অনেক বছর ধরে তিনি মা ও স্ত্রী-সন্তানসহ বড়াইগ্রাম থানার গেট সংলগ্ন নানাবাড়িতে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার রাত এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সোহাগের মা আগ্রাণ এলাকায় দুর্গন্ধ পেয়ে ছেলের লাশ দেখতে পান। লাশ দেখে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারান এবং পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি আবদুস ছালাম জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পুলিশ হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে।

Comments
Comments