গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আহ্বান: দেশকে গৃহযুদ্ধের পথে যেতে দেওয়া যাবে না
![]() |
| বিবৃতি | প্রতীকী ছবি |
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া ওসমান হাদির জন্য গভীর শোক প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
নেতারা বলেন, ওসমান হাদির মৃত্যু দেশের আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি আবারও স্পষ্টভাবে প্রমাণ করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের পর মানুষ একটি নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু শেষ দেড় বছরে অন্তর্বর্তী সরকারের একের পর এক ব্যর্থতা সেই আশা দুরাশায় পরিণত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনত হয়েছে।
নেতারা অভিযোগ করেন, সরকার এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে কখনো কখনো এগুলোকে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে প্রশ্রয় দিয়েছে।
ওসমান হাদির মৃত্যু মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। তবে এই সুযোগে একটি উগ্র ফ্যাসিস্ট শক্তি এ ঘটনা কাজে লাগিয়ে তাদের হীন তৎপরতা চালাচ্ছে, উল্লেখ করা হয় বিবৃতিতে।
নেতারা বলেন, এরই অংশ হিসেবে গতকাল রাতব্যাপী ঢাকায় ও সারা দেশে তাণ্ডব চালানো হয়েছে। ছায়ানট ভবন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর–অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকে হেনস্থা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এসব ঘটনা দেশের নৈরাজ্য বাড়াবে এবং গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে বলে নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা আরও বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল করে নিজের স্বার্থ চরিতার্থ করতে একটি মহল এই নৈরাজ্যকে উসকে দিচ্ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করুন, হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনুন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন: বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

Comments
Comments