[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা মহানগর পুলিশ |  ছবি: ডিএমপির ফেসবুক পেজ থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল সীমিত থাকবে।

জানাজা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। এ কারণে নগরবাসীকে নির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মিরপুর রোড থেকে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউমুখী যানবাহন এবং মিরপুর রোড ধরে উত্তর দিক থেকে আসা ফার্মগেট ও সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং হয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ইন্দিরা রোডমুখী যানবাহন ফার্মগেট থেকে খেজুরবাগান ক্রসিংয়ে গিয়ে ডানে মোড় নেবে। এরপর উড়োজাহাজ ক্রসিংয়ে বাঁয়ে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে চলাচল করবে।

ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আসাদগেট হয়ে গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংমুখী যানবাহন আসাদগেট থেকে বাঁয়ে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে গিয়ে ডানে মোড় নেবে। এরপর লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিমুখী যানবাহন খেজুরবাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বাঁয়ে মোড় নেবে। এরপর লেক রোড হয়ে আবার বাঁয়ে মোড় নিয়ে আসাদগেট দিয়ে সোজা পথে ধানমন্ডির দিকে যাবে।

মিরপুর রোড ধরে আসা যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েমুখী যানবাহনগুলো জানাজা চলাকালে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহার না করে এফডিসি হাতিরঝিল র‌্যাম্প দিয়ে চলাচল করবে।

ডিএমপি জানিয়েছে, আজ সকাল থেকে শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় না গিয়ে এসব বিকল্প সড়ক ও নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তার কথা বিবেচনায় জানাজায় অংশ নিতে আসা সবাইকে কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিস সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন