[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাদির জানাজায় যোগ দিতে আসছে মানুষ

প্রকাশঃ
অ+ অ-
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুল মানুষ। আজ শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ ঢুকতে শুরু করেছেন।

আজ শনিবার সকাল থেকেই দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করছে। বেলা ২টা থেকে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, ফার্মগেট ও আসাদ গেট হয়ে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করছেন। কেউ হাতে, কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিচ্ছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে মানুষ জড়ো হয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে নানা স্লোগান দিচ্ছেন। ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এর মতো স্লোগান শোনা যাচ্ছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ। আজ শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

লালবাগ থেকে বন্ধুদের সঙ্গে জানাজায় অংশ নিতে আসা আহসান উল্লাহ বলেন, ‘হাদি ভাইয়ের জানাজায় অংশ নিতে এসেছি। আজকে জনতার ঢল নামবে, তাই আগেই চলে এসেছি।’

বডি ওর্ন ক্যামেরা নিয়ে সতর্ক পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশপথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। জনতা কয়েক স্তরে তল্লাশি করে ভেতরে প্রবেশ করছে। সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, জানাজার জন্য এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যান চলাচলও সীমিত করা হয়েছে।

হাদির জানাজায় যাঁরা অংশ নিতে এসেছেন পুলিশ তাঁদের তল্লাশি করে ঢোকাচ্ছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের ইচ্ছা অনুযায়ী তাঁকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। জানাজার পর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

এর আগে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদি মারা যান। পরে শুক্রবার সন্ধ্যায় মরদেহ ঢাকায় আনা হয় এবং রাতভর হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিজিবির অবস্থান। আজ শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এরপর আবার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আজ জুমার নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। আজ শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে আঘাত করে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন