[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গুলশানের বাসায় উঠবেন তারেক রহমান, প্রস্তুত আলাদা অফিসও

প্রকাশঃ
অ+ অ-
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন | ছবি: পদ্মা ট্রিবিউন

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি প্রস্তুতি সম্পন্ন করেছে। গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে।

একই সঙ্গে গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর নতুন কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন এবং এসব তথ্য জানান।

টানা ১৮ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। তাঁর আগমনে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দরে তিনি পৌঁছালে নেতা-কর্মীরা সংবর্ধনা জানাবেন।

বিএনপি সূত্র জানায়, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসাটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন। কয়েক মাস আগে এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়। বাসাটির সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

নতুন অফিসে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে। চারতলা এই ভবনে কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এখানে দোতলায় ব্রিফিং রুম এবং অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে। রয়েছে গবেষণা সেলও। নতুন অফিস খোলার পর মাহাদী আমিন বলেন, এখান থেকেই নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

মাহাদী আমিন আরও বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন ইনশা আল্লাহ। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণমানুষের মধ্যে রয়েছে তীব্র আবেগ ও আগ্রহ। আমাদের নেতা বিশ্বাস করেন, দেশ গড়তে হলে রাজনীতি ও আদর্শের ঊর্ধ্বে গণতন্ত্রকামী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দেশের মানুষের জন্য রাষ্ট্র বিনির্মাণে ইতিমধ্যেই বিএনপি প্রণীত ‘দেশ গড়ার পরিকল্পনা’ নিয়ে ঢাকায় এক সপ্তাহব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন