হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস
প্রকাশঃ
![]() |
| ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: পদ্মা ট্রিবিউন |
গুলিবিদ্ধ হওয়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হাসপাতালে দেখতে এসে তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে সমর্থকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি আরও উত্তেজিত হলে তারা তার দিকে এগিয়ে আসেন।
সরেজমিনে দেখা যায়, স্লোগান আর উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে নিয়ে যান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

Comments
Comments