[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাদির ওপর হামলা: সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের জড়িত সন্দেহে দুজনকে আটক

প্রকাশঃ
অ+ অ-
এস এন নজরুল ইসলাম | ছবি: ডিএমপির সৌজন্যে

শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের জিজ্ঞাসাবাদে শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন।

এস এন নজরুল ইসলাম বলেন, হাদির ওপর হামলার ঘটনায় ‘শুটার’ ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়েছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, ইমিগ্রেশন ডেটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী সম্ভবত গত জুলাই মাসে তিনি থাইল্যান্ড থেকে ফিরেছেন। এরপর ইমিগ্রেশন ডেটাবেজে আর তার বহির্গমনের কোনো তথ্য নেই।

নজরুল ইসলাম বলেন, গতকাল রাত থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে, তবে নগরবাসীরও দায়িত্ব রয়েছে। কেউ আশপাশে কোনো দুষ্কৃতকারী দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘জুলাই যোদ্ধা এক হাদি না, হাজারো লক্ষ জুলাই যোদ্ধা আছে। এই লক্ষ জুলাই যোদ্ধার আলাদা আলাদা নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে সার্বিক পরিস্থিতি আমার দায়িত্বে সুরক্ষিত রাখতে হবে। রাষ্ট্রকে সুরক্ষিত করতে হবে। রাজধানীকে সুরক্ষিত করতে হবে। আমরা এ বিষয়ে কাজ করছি। যাদের ক্ষেত্রে স্পেসিফিক ধরনের নিরাপত্তা–হুমকি আছে, তাদের নিয়ে আমরা বিশ্লেষণ করছি। যাদের আমরা খুব হাই থ্রেট মনে করছি, তাদেরকে আমরা ব্যক্তিগত নিরাপত্তা দেব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন