গণসংবর্ধনামঞ্চে উপস্থিত শরিক দলের নেতারা
![]() |
| সাইফুল হক (বাঁ থেকে), জোনায়েদ সাকি, আন্দালিভ রহমান পার্থ, নুরুল হক, ববি হাজ্জাজ | কোলাজ: পদ্মা ট্রিবিউন |
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলের নেতাদের রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে নির্মিত গণসংবর্ধনামঞ্চে ডেকে আনা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখানে গণসংবর্ধনা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শরিক দলের নেতাদের মঞ্চে ডেকে নেন।
মঞ্চে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীসহ আরও অনেকে মঞ্চে উপস্থিত রয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে গতকাল বুধবার রাত থেকেই পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অবস্থান নেন সারা দেশ থেকে আগত দলীয় নেতা-কর্মীরা। বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে রাত যাপন করেন। সকালে পুরো এলাকা লোকারণ্য হয়ে ওঠে।
বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পুরো সড়কেই নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। যারা মঞ্চের কাছাকাছি যেতে পারেননি, তাঁরা সুবিধাজনক স্থানে অবস্থান নিয়েছেন।
পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পাশাপাশি বনানী, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কে বিএনপির নেতা-কর্মীদের ঢল দেখা গেছে।
এ ছাড়া যেসব সড়ক দিয়ে তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবনে যাবেন, সেসব সড়কেও বিপুলসংখ্যক নেতা-কর্মীর অবস্থান লক্ষ্য করা গেছে।

Comments
Comments