[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুয়াশার কবলে নৌপথ, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট ফেরি বন্ধ

প্রকাশঃ
অ+ অ-
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকালে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-পাবনার কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে বন্ধ রয়েছে।

ফেরি বন্ধ হওয়ার কারণে ঘাট এলাকায় যাত্রীবাহী ও মালবাহী বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। কনকনে শীতে খোলা আকাশের নিচে যাত্রী ও শ্রমিকরা দুর্ভোগের মধ্যে রয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। একপর্যায়ে কুয়াশার কারণে ফেরিচালকেরা পথ দেখতে না পেয়ে হিমশিম অবস্থায় পড়েন। দুর্ঘটনা এড়াতে আজ সকাল ছয়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়।

পাটুরিয়া প্রান্তে পন্টুনে শাহপরান, কেরামত আলী, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন—এই চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। দৌলতদিয়া প্রান্তে পন্টুনে নোঙর করা হয়েছে ছয়টি ফেরি।

আরিচা-কাজীরহাট নৌপথে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্যে এসে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে আটকা পড়েছে ধানসিঁড়ি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও চিত্রা নামের তিনটি ফেরি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ‘মাঝনদীতে তিনটি ও কাজীরহাট প্রান্তে অপর একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি আবার চলাচল শুরু হবে।’

পাটুরিয়া ঘাট সূত্র জানায়, ফেরি বন্ধ থাকায় নদী পারাপার বন্ধ রয়েছে। এতে পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৩০টি যাত্রীবাহী বাস ও শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে রয়েছেন। পরিবহন শ্রমিকরাও বিপাকে পড়েছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ‘ঘন কুয়াশার মধ্যে ফেরিচালকেরা নৌপথ দেখতে পারছিলেন না। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহন নিরাপদে পারাপারের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি আবার চালু হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন