[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিজয় দিবসে বঙ্গভবনে জমকালো সংবর্ধনার আয়োজন রাষ্ট্রপতির

প্রকাশঃ
অ+ অ-
বঙ্গভবনে বিজয় দিবসের বিশেষ কেক কাটছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের সবুজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যসহ মোট ৭ হাজার ২১৮ জন অতিথি অংশ নেন। এর মধ্যে বিশেষ আমন্ত্রিত ছিলেন প্রায় ২৬৬ জন বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য।

রাষ্ট্রপতি আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতারা, শিল্পী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর সহধর্মিণীর সঙ্গে প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং তিন বাহিনীর প্রধানদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে বিশেষ কেক কাটেন।

রাষ্ট্রপতি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহত বীর মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং অন্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

বঙ্গভবনে সংবধর্নায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী রেবেকা সুলতানাসহ অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন