[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাঘের ভয়ে সুন্দরবনের হরিণ লোকালয়ে আশ্রয় নিল

প্রকাশঃ
অ+ অ-
সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদী থেকে উদ্ধারের পর হরিণটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজ সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

সুন্দরবনের গভীর অরণ্য থেকে নদী পেরিয়ে প্রায় লোকালয়ের কাছে পৌঁছায় একটি হরিণ। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় বন বিভাগ এটিকে নিরাপদভাবে বনভূমিতে অবমুক্ত করে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকা সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়। কর্মকর্তা ও স্থানীয়রা মনে করছেন, বাঘের তাড়ায় দিশাহারা হয়ে হরিণটি নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল।

দৃষ্টিনন্দন এলাকার বাসিন্দা আফজাল গাজী জানান, আজ সকাল নয়টার দিকে তিনি ও কয়েকজন স্থানীয় প্রথম হরিণটিকে দেখতে পান। ভীত হরিণটি চারদিকে ছোটাছুটি করছিল। একপর্যায়ে এটি খোলপেটুয়া নদীতে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল। কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে এটিকে সাতক্ষীরা রেঞ্জের ইকো ট্যুরিজম কেন্দ্র কলাগাছিয়া সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। নদী থেকে উদ্ধার করা হরিণটি সম্পূর্ণ সুস্থ ছিল। তাই এটিকে সুন্দরবনের নিরাপদ পরিবেশে কলাগাছিয়ায় পুনরায় অবমুক্ত করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন