[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্লট দুর্নীতি: হাসিনার সঙ্গে এবার রেহানা ও টিউলিপের সাজা

প্রকাশঃ
অ+ অ-
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক | ছবি: কোলাজ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর এবং তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার অন্য ১৪ আসামিকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় এ রায় দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি করে গত ১৩ জানুয়ারি।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। আজ সোমবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন  

মামলার রায় ঘোষণার সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্কাই নিউজের সাংবাদিকেরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যানও সেখানে ছিলেন।

দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি হিসেবে প্রভাব খাটিয়ে তাঁর মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পান।

তবে মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার তথ্য উল্লেখ রয়েছে। এ কারণে দুদক এ মামলায় আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি। তাঁদের বিরুদ্ধে আলাদা দুটি মামলায় অভিযোগ আনা হয়েছে।

হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়াও এই মামলার অন্য ১৪ আসামি হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক চার সদস্য—মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন ও মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী; রাজউকের সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ১৭ আসামির মধ্যে মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে কারাগারে।

গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। এক পর্যায়ে টিউলিপ সিদ্দিকের নামও আলোচনায় আসে। দুর্নীতির অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন তিনি। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন