দুই নদী থেকে মুন্সিগঞ্জে অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের লাশ পাওয়া গেছে
| মরদেহ | প্রতীকী ছবি |
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ও কাজলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মেঘনা নদীর ডুবারচর ও কাজলী নদীর মধ্য বাউশিয়া দাস পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এখনো ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর সংলগ্ন মেঘনা নদীতে এক নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে কয়েকজন। পরে বেলা দেড়টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, এটি ৪-৫ দিন আগের এবং নারীর বয়স আনুমানিক ৩২ বছর।
অন্যদিকে, একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকায় কাজলী নদীর তীরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। মরদেহটির দুই পা বাঁধা অবস্থায় ছিল। পরে বিকেল সাড়ে চারটার দিকে অজ্ঞাতপরিচয় ওই পুরুষের মরদেহ পুলিশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩৫ বছর এবং মরদেহটি দু-এক দিন আগের।
গজারিয়া নৌ পুলিশের পুলিশ পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘ডুবারচর থেকে আমরা এক নারীর মরদেহ উদ্ধার করেছি। মরদেহে পচন ধরেছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা আপাতত বলা যাচ্ছে না।’
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম জানিয়েছেন, মরদেহ দুটি স্থানীয় কারও নয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কেউ মরদেহের দাবি করেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন