[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার | ছবি: পদ্মা ট্রিবিউন

সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজগাঁও গ্রাম থেকে এসব ডেটোনেটর উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে বিষয়টি জানান সুনামগঞ্জে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সীমান্তে বাংলাদেশের ভেতরে প্রায় ৩০ গজ দূরে পলিথিনে মোড়ানো অবস্থায় গাছের খড়কুটোর মধ্যে এসব ডেটোনেটর রাখা ছিল। আজ সকাল ৮টার দিকে সেগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, এসব ইলেকট্রিক ডেটোনেটর ব্যবহার করে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। ডেটোনেটরের সঙ্গে টিএনটি বা প্লাস্টিক এক্সপ্লোসিভ যুক্ত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো যেতে পারে।

লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার উদ্দেশ্যে এসব ডেটোনেটর আনা হয়ে থাকতে পারে। এর পেছনে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনাও থাকতে পারে। এ কারণে আমরা সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। স্থানীয়ভাবে এর পেছনে কারা থাকতে পারে এবং কী কারণে এসব আনা হয়েছিল, সে বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সুনামগঞ্জে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পুরো সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন