[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

২৫ বছরের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা

প্রকাশঃ
অ+ অ-
ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান রফিকুল ইসলাম। শনিবার বিকেলে বগুড়ার শেরপুরের ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

বগুড়ার শেরপুরে ২৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা করে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এক নেতা। একই সঙ্গে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন।

রফিকুল ইসলাম (৫৫) শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের বাসিন্দা।

রফিকুল ইসলাম পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে বলেন, ২০০০ সালে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘদিন দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। কিছুদিন ধরেই তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন। বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় সরাসরি দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তাই আজ বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক যাত্রা শেষ করে পদত্যাগের ঘোষণা দেন। তিনি আরও বলেন, আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকবেন না এবং ধর্মীয় পথে চলবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন