অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন: সাদিক কায়েম
![]() |
| রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম | ছবি: পদ্মা ট্রিবিউন |
মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র–জনতা রাজপথে নেমেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের শহীদ করে এই আজাদিকে থামাতে চেয়েছিল। কিন্তু আজাদি থেমে থাকে নি। আমরা আমাদের নতুন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড পেয়েছি।’
বুদ্ধিজীবীরাই সব সময় পথ দেখিয়েছেন উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, ‘তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রত্যাশা ছিল, যেভাবে বুদ্ধিজীবীরা আজাদির স্বপ্ন দেখতেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেন, ইনসাফের স্বপ্ন দেখতেন, স্বাধীন দেশেও বুদ্ধিজীবীরা সেই স্বপ্ন লালন করবেন।’
তবে পরবর্তী সময়ে কিছু বুদ্ধিজীবী ‘ফ্যাসিবাদকে’ সহযোগিতা করেছেন বলে অভিযোগও করেন সাদিক কায়েম। তিনি বলেন, ‘গত ১৬ বছরে খুনি হাসিনাকে গুম, খুন ও আয়নাঘর প্রকল্পে সহযোগিতা করেছিল বুদ্ধিজীবী নামের কিছু লোক।’
এক প্রশ্নের জবাবে ডাকসু ভিপি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে তাঁরা সব সময় আপসহীন।
সাদিক কায়েম আরও বলেন, ‘দেশের মুক্তিযোদ্ধা ও শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আর চব্বিশের মাধ্যমে দিল্লির আজাদি থেকে মুক্তি পেয়েছি।’ রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করার ওপর জোর দেন তিনি।

Comments
Comments