[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন শুরু

প্রকাশঃ
অ+ অ-
বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের বোর্ডিং মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

কুয়াশাচ্ছন্ন সকাল, কনকনে শীত। সকাল ৯টার পরও আকাশে সূর্যের দেখা মেলেনি। এর মধ্যেই বিদ্যালয়ের মাঠে জড়ো হন ৭৫টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের দেখে সবার মুখে ছিল উচ্ছ্বাস। কেউ যেন ফিরে গেছেন শৈশব-কৈশোরে, গল্প আর আলাপচারিতায় মেতে ওঠেন সবাই।

বৃহস্পতিবার সকালে এমন দৃশ্য দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের বোর্ডিং মাঠে। বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানে ১৯৫১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পাস করা শিক্ষার্থীরা অংশ নেন। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য নিয়ে প্রদর্শনী এবং লাঠিখেলার মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ মিলিয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘আলোকিত ১৫০ সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা, আবেশের পতাকা এবং ১৫০ বছর পূর্তির তিনটি পৃথক পতাকা উত্তোলন করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাজ্জাদুল হক, আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার। পরে সাজ্জাদুল হক আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদসহ অন্যরা।

বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এরপর এসএসসি ২০০১ ব্যাচের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শিত হয়। দুপুর ১২টার দিকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে ১৯৫১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা ক্রমানুসারে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের পুরাতন জেলা রোড, মুমারশীল মোড়, হাসপাতাল রোড ও হালদারপাড়া প্রদক্ষিণ করে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

সকালের অনুষ্ঠান সঞ্চালনা করেন আবেশের অতিরিক্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সহপ্রচার ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ২০০১ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ পলাশ এবং ২০১৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মো. ফাহিম।

স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে ৯১ বছর বয়সী সায়েদুর রহমান অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, ‘১৯৫১ সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। বিদ্যালয়কে ঘিরে কত স্মৃতি। সবার সঙ্গে একসঙ্গে দেখা হওয়ার এমন সুযোগ আর নাও আসতে পারে। তাই রাঙামাটি থেকে অনুষ্ঠানে যোগ দিতে এসেছি।’

১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী আল মামুন বলেন, ‘পুরোনো স্মৃতি নতুন করে ফিরে এসেছে। ৩৫ বছর পর কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। সত্যিই অনুভূতিটা অন্য রকম, যা ভাষায় প্রকাশ করা কঠিন।’

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে স্মৃতিচারণা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা, আবেশের বিভিন্ন কার্যক্রমের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা, র‍্যাফেল ড্র, জিপিএ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনাসহ নানা কর্মসূচি রাখা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন