[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের খবর ভুল, জানান কারা কর্তৃপক্ষ

প্রকাশঃ
অ+ অ-
আতাউর রহমান বিক্রমপুরী | ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যে কারাগারে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

বৃহস্পতিবার কারা অধিদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ আগত আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে—এমন দাবি করে একটি কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি কারা কর্তৃপক্ষের নজরে এসেছে। ওই কনটেন্টে বলা হয়েছে, আতাউর রহমানকে কারাগারের কয়েদি বা হাজতিদের মাধ্যমে জঙ্গিবাদের বিষয়ে উদ্ধৃতি দিয়ে মারধর করা হয়েছে। তবে বাস্তবে এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য।

কারাগারে এমন কোনো ঘটনা ঘটেনি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আতাউর রহমান বিক্রমপুরী নিরাপদ ও সুস্থ আছেন। কারা কর্তৃপক্ষ মনে করছে, একটি চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। সবাইকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

২৩ ডিসেম্বর রাতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) থেকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান গতকাল বুধবার জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আতাউর রহমানের জন্য তিন মাসের আটকাদেশ জারি করেছে। এ অনুযায়ী বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ পাঠানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন