ভারতীয় হাইকমিশনারকে তলব, হাদির ওপর হামলাকারীরা ভারতে গেলে গ্রেপ্তার চেয়ে আহ্বান
ঢাকায় আবার তলব করা হলো ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যদি ভারতে ঢুকে যায়, তবে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ রোববার সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্য নিয়েও তাঁকে অবহিত করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের এই রাষ্ট্রদূতকে অন্তত পাঁচবার তলব করা হয়েছে।
গত শুক্রবার ঢাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। হামলাকারীদের ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালানো প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশও করে, তবে তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্ক টানাপোড়েনপূর্ণ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বিভিন্ন সময়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকার বারবার ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ভারতকে আহ্বান জানিয়ে আসছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের হাইকমিশনারকে বলা হয়েছে, পলাতক শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তিনি সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচাল করতে পারেন। বাংলাদেশ সরকার দোষীদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফেরত পাঠানোর বিষয়েও আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে।
ভারতের হাইকমিশনার জানান, তাদের আশা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে ভারতের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

Comments
Comments