চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
| পুশ ইন | প্রতীকী ছবি |
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার ভোরে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভীষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে ২ জন শিশু, ৯ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
তিনি বলেন, আজ ভোরে সীমান্তে টহলের সময় বিজিবি সদস্যরা ওই ১৫ জনকে দেখতে পান। তখন তাঁদের আটক করে ক্যাম্পে আনা হয়। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে, তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক। পরে তাঁদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়।
গোমস্তাপুর থানার ওসি আবদুল বারিক বলেন, পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকেরা বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments
Comments