[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি চবিসাসের

প্রকাশঃ
অ+ অ-
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিবৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। শুক্রবার রাতে দপ্তর ও প্রচার সম্পাদক সোহেল রানার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংগঠনটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে এই হামলার ঘটনাকে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চবিসাসের সভাপতি জানে আলম ও সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র বলেন, যারা মতপ্রকাশের স্বাধীনতাকে সহ্য করতে পারে না, তারাই কলমের বিরুদ্ধে হামলা চালায়। ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সাংবাদিক সমাজ কখনো ভয়ভীতির কাছে মাথানত করবে না এবং সত্য প্রকাশে নীরব থাকবে না। সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন