জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার হলের নাম পরিবর্তন
![]() |
| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল' | ছবি: সংগৃহীত |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান। তিনি মুঠোফোনে বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ জাগরণী হল’, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শেরেবাংলা এ কে ফজলুল হক হল’ এবং শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘নবাব সলিমুল্লাহ হল’ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায় তারা এসব স্থাপনার নামফলক খুলে ফেলেন। পরে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নাম আহ্বান করা হয়। শিক্ষার্থীদের দেওয়া নামের ভিত্তিতে একটি বাছাই কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের পর গতকাল সিন্ডিকেট সভায় হলগুলোর নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি তুলে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন