[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালমনিরহাটে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক কারাগারে

প্রকাশঃ
অ+ অ-
লালমনিরহাটের আদিতমারীর দূর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস। গতকাল বুধবার দুপুরে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫) কে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গত মঙ্গলবার রাত দুইটার দিকে দুর্গাপুরের কাউয়ার চরে সীমান্ত পিলার ৯২৫/৫ থেকে আনুমানিক ৭০০ গজ ভেতরে বাংলাদেশ অংশে বিশ্বজিৎ কুমারকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি, একটি পুরোনো হাতঘড়ি, ভারতীয় ৮০০ রুপি এবং বাংলাদেশি ৮২০ টাকা জব্দ করা হয়।

বিশ্বজিৎ কুমার ভারতের পশ্চিমবঙ্গের আলীপুর জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের অপু দাসের ছেলে। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপির নায়েক সুবেদার মো. মাশিরুল আলম বাদী হয়ে মামলা করেন। বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গতকাল বুধবার বিকেলে আদিতমারী থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী মাশিরুল আলম বলেন, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনি মামলার বাদী হয়েছেন। আটক ভারতীয় নাগরিককে গতকাল বিকেলে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়।

আদিতমারী থানার ওসি মো. নাজমুল হক বলেন, আটক বিশ্বজিৎ কুমারকে থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমারের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন