চট্টগ্রামে নিরাপত্তার কারণে বাতিল শিল্পীদের ‘গানে গানে সংহতি সমাবেশ’
| চট্টগ্রাম জেলার মানচিত্র |
নিরাপত্তার কারণে চট্টগ্রামে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ করার অনুমতি দেয়নি পুলিশ। আজ শনিবার বিকেল চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে এই আয়োজনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তবে এর আগে শুক্রবার ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড হওয়ার ঘটনাকে মাথায় রেখে পুলিশ অনুমতি দেয়নি।
আয়োজকেরা জানিয়েছেন, আলোচনার পর পরিবর্তিত তারিখে অনুষ্ঠান করার সিদ্ধান্ত জানানো হবে। এর আগে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতরা ইট নিক্ষেপ করায় জেমসের কনসার্ট পণ্ড হয়ে যায়।
আয়োজকেরা বলেন, ছায়ানট, উদীচীসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংবাদপত্র, গণমাধ্যম, সাংবাদিক ও শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে গান গেয়ে সংহতি জানানোর জন্য এই আয়োজন করা হয়েছিল। এতে কোনো সভা-সমাবেশের আনুষ্ঠানিকতা ছিল না। পরিকল্পনা অনুযায়ী ১০টি গান পরিবেশন এবং একটি বিবৃতি পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা ছিল।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বানুমতি না থাকা এবং ফরিদপুর জিলা স্কুলের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার অজুহাতে পুলিশ প্রশাসন অনুষ্ঠানটি নিরুৎসাহিত করেছে। রাস্তার পরিবর্তে শিল্পকলার মাঠে আয়োজন করার প্রস্তাবও নিরাপত্তার কারণে নাকচ করে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখায় আগাম পত্র দিয়ে অনুমতি নিয়ে পরে অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments
Comments