[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বড়দিনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

প্রকাশঃ
অ+ অ-
ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন

খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ছাব্বির আহমেদ আকুঞ্জির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বড়দিন উপলক্ষে বুধবার বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোসারিও, তেজগাঁওয়ের জপমালার রানি ধর্মপল্লীর ধর্মযাজক ফাদার আলবার্ট রোসারিও ও পাদ্রি মার্থা দাসসহ বিদেশি কূটনীতিক এবং খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন