[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় চালু হলো টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার

প্রকাশঃ
অ+ অ-
টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। বুধবার সন্ধ্যায় বগুড়ায় হোটেল মম ইনের সম্মেলনকক্ষে | ছবি: পদ্মা ট্রিবিউন

বগুড়ায় টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরের হোটেল মম ইন-এর সম্মেলনকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গে প্রথমবারের মতো অত্যাধুনিক সুযোগ–সুবিধাসম্পন্ন সবচেয়ে বড় ক্যানসার কেয়ার ইউনিটের কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মো. মতিউর রহমান এবং টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের চিফ কনসালট্যান্ট আবু জাফর মোহাম্মদ সালেহসহ অন্যরা।

বিএমডিসি-এর সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উত্তরবঙ্গে প্রথমবারের মতো হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার স্থাপনের মাধ্যমে ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় টিএমএসএস একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। মানবতার সেবায় টিএমএসএসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম বলেন, বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে গড়ে ওঠা অত্যাধুনিক ক্যানসার সেন্টার এবং হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে উত্তরবঙ্গসহ আশপাশের অঞ্চলের রোগীরা সহজে ও স্বল্প খরচে চিকিৎসাসেবা পাবেন। তারা ক্যানসারের আধুনিক চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন। এতে রাজধানীকেন্দ্রিক চিকিৎসার ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি ক্যানসারে আক্রান্ত রোগীরা এখানে নির্ভুল রোগ নির্ণয়, বিশ্বমানের চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।

বৃহস্পতিবার সকালে টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারের উদ্যোগে হোটেল মম ইন-এর সম্মেলনকক্ষে একটি বিজ্ঞানবিষয়ক আলোচনাসভার আয়োজন করা হয়। এতে দেশের খ্যাতনামা হেমাটোলজিস্ট ও চিকিৎসকেরা অংশ নেন। আলোচনাসভায় হেমাটোলজি, অনকোলজি ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাম্প্রতিক অগ্রগতি, সর্বোত্তম চিকিৎসাপদ্ধতি এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন