[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মনোনয়নপত্র সংগ্রহে ‘বৈচিত্র্য’ দেখালেন শিশির মনির

প্রকাশঃ
অ+ অ-
সুনামগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

রিকশায় চড়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তিনি। সঙ্গে ছিলেন কৃষক, বীর মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, রাজনীতিক, শিক্ষক, শারীরিক প্রতিবন্ধী ও দুই ধর্মের দুই নারী প্রতিনিধি। মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি বললেন—‘এই বৈচিত্র্য, এই ঐক্য ধরে রাখতে হবে।’

শুক্রবার দুপুরে এভাবেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই, শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দিরাই–শাল্লা গড়তে চাই। এখানে সবাই তার প্রাপ্য সম্মান ও মর্যাদা পাবেন। আমরা চাই, দিরাই ও শাল্লায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে। সবার অংশগ্রহণে একটি অবাধ–সুষ্ঠু নির্বাচন হবে—এটা আমার বিশ্বাস। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব।’

প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির বলেন, ‘প্রশাসন যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে। কারও মনে যেন কোনো ভয়ভীতি না থাকে। নির্বাচনে সবাই যেন উৎসবমুখর পরিবেশে অংশ নিতে পারে, সেই পরিবেশ প্রশাসনকে তৈরি করতে হবে।’

মনোনয়নপত্র সংগ্রহের সময় শিশির মনিরের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, দিরাই উপজেলা জামায়াতের আমির আবদুল কদ্দুস, পুরোহিত আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল, শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ-২ আসনে এবার বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. নাছির চৌধুরী। তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাছির চৌধুরী এখানে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে এবং দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে শিশির মনির এখানে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন