[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় শুভ ও ঐশীর চুমুর দৃশ্যের শুটিং ঘিরে কী ঘটনা ঘটল

প্রকাশঃ
অ+ অ-
‘নূর’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী | ছবি : সংগৃহীত

আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি ভিডিও সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে গেছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’ সিনেমায় এই দৃশ্যটি দেখানো হবে। নায়ক–নায়িকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে যাওয়ার পর একরকম হইচই পড়ে গেছে। চলচ্চিত্রভিত্তিক বিভিন্ন গ্রুপেও এ নিয়ে লেখালেখি শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গল্পের প্রয়োজনে পরিচালক রায়হান রাফী এই দৃশ্যের শুটিং করেছেন। তবে সিনেমা মুক্তির আগে ভিডিও ক্লিপটি অন্তর্জালে কাকতালীয়ভাবে ছড়িয়ে গেছে নাকি কোনো প্রচারণার অংশ, তা এখনো জানা যায়নি।

জান্নাতুল ফেরদৌসী ঐশী ও আরিফিন শুভ | ছবি: ফেসবুক থেকে

‘নূর’ ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী। ছবিটির শুটিং চলাকালীন শোনা গিয়েছিল, এই দুই তারকা প্রেমের সম্পর্কে আছেন। তবে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, দুজনের কেউই প্রেমের সম্পর্কে নেই।

ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চুমুর দৃশ্য ধারণের দিন কী ঘটেছিল। সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, শুভ ও ঐশীর চুমুর দৃশ্যের শুটিং হয়েছে পাবনায়। শুটিংয়ের আগে পরিচালক নায়ক–নায়িকার সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন। তাঁরা সেই দৃশ্য ধারণে সানন্দে রাজি হন। কিন্তু শুটিং শুরু হওয়ার পরই নায়ক–নায়িকার মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়। তাঁরা পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন। এরপর তাঁদের পক্ষ থেকে বলা হয়, দৃশ্যটি এমনভাবে ধারণ করা হোক, যাতে পর্দায় কোনো ধরনের অস্বস্তি দেখা না দেয়। নায়ক–নায়িকার আন্তরিক সহযোগিতায় পরে দৃশ্যের শুটিং সম্পন্ন হয়।

জান্নাতুল ফেরদৌসী ঐশী ও আরিফিন শুভ | ছবি : সংগৃহীত

আরিফিন শুভ ও ঐশীর ছড়িয়ে পড়া ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ক্লিপে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ।

খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপস।

মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির ‘স্বপ্ন’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। তার আগেই কেউ একজন গানের একটি ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এর পর থেকেই তা নিয়ে আলোচনা হতে শুরু করে। ‘নূর’ সিনেমার ‘স্বপ্ন’ শিরোনামের গানটির কথা লিখেছেন শফিক তুহিন, সুর–সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন ইমরান।

জান্নাতুল ফেরদৌসী ঐশী ও আরিফিন শুভ | ছবি: ফেসবুক থেকে

সিনেমার দৃশ্য ধারণের সময় অনেক সময় এনজি শট হয়। চুমুর মতো দৃশ্যে এনজি শট আরও বেশি হয় বলে শোনা যায়। তাই ‘নূর’ ছবির সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন ছিল, শুভ–ঐশীর চুমুর দৃশ্য কতবার এনজি শট হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ‘নূর’ ছবির এক সূত্র জানিয়েছে, বিশেষভাবে কোনো এনজি শট হয়নি। একটি লং শট ও একটি ক্লোজ শটে পুরো দৃশ্য সুন্দরভাবে ধারণ করা হয়েছে।

রায়হান রাফী পরিচালিত ‘নূর’ ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন