[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ‘হেভিওয়েট’ বিএনপি নেতা

প্রকাশঃ
অ+ অ-
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে দেখা করে দলটিতে যোগদান করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার | ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার বিকেলে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলটিতে যোগদান করেন।

আবদুর রউফ তালুকদারের বাড়ি বকশীগঞ্জ উপজেলা শহরের মধ্যবাজার এলাকায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। শনিবার সন্ধ্যার পর থেকে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে তাঁর দলে যোগদানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলনের বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মজিদ বলেন, ‘আজই আবদুর রউফ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁকে প্রাথমিক সদস্যপদও দেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রউফ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের অনুসারী হিসেবে পরিচিত। আবদুর রউফ ও তাঁর সমর্থকেরা জামালপুর-১ আসনে আবদুল কাইয়ুমকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তবে কেন্দ্রীয় বিএনপি ওই আসনে দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রার্থী করেছে। এরপর গত ১৯ নভেম্বর আবদুর রউফ জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এর পর থেকে তাঁর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেন। এর মধ্যেই তিনি হঠাৎ ইসলামী আন্দোলনে যোগ দেন।

এ বিষয়ে কথা বলতে আবদুর রউফ তালুকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন