[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
ওমর ফারুক | ছবি: তাঁর ফেসবুক আইডি থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের খুলশী এলাকার একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। এ সময় পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার হয়েছে, যা পরিবারের দাবি অনুযায়ী নিহতের লেখা।

নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক ওরফে সুমন (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। খুলশী এলাকায় তিনি মামা ও বড় ভাইসহ একটি ফ্ল্যাটে থাকতেন।

সুমনের সহপাঠী ও পরিবারের তথ্য অনুযায়ী, দুই দিন আগে মামার পুরো পরিবার তুরস্কে বেড়াতে যান। তখন ফারুক ও তাঁর বড় ভাই বাসায় একাই ছিলেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ফারুকের বড় ভাই কাজের জন্য বাসা থেকে বের হন। পুরো দিন ফারুক বাসায় একাই ছিলেন। বিকেলে তার মা তাকে মুঠোফোনে কল করেন, কিন্তু সাড়া পাননি। পরে মা বিষয়টি বড় ভাইকে জানান। এরপর তিনি বাসার দারোয়ানের সঙ্গে যোগাযোগ করে ফারুকের খোঁজ নেন। দারোয়ান ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালেও সাড়া পাননি। পরে বড় ভাই এসে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় ফারুকের লাশ দেখতে পান।

লাশের পাশ থেকে একটি হাতে লেখা চিরকুটও পাওয়া গেছে। পরিবার ও সহপাঠীরা জানান, চিরকুটে কারও প্রতি কোনো অভিযোগ না থাকার বিষয়টি লেখা ছিল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন, 'লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি আমরা তদন্ত করছি।' 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী জানান, খবর শুনে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নগরে গেছে। সবার ধারণা, এটি আত্মহত্যা। পুলিশ বিষয়টি যাচাই করছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন