প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির
![]() |
| খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির লোগো |
দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)। সংগঠনটি ঘটনাগুলোকে বর্বর, পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা বলে উল্লেখ করেছে।
গতকাল শুক্রবার রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান খুবিসাসের সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। বিবৃতিতে তাঁরা বলেন, ‘গণতন্ত্রের কথা বললেও যারা গণমাধ্যমের কার্যালয়ে আগুন দেয়, অফিস ভাঙচুর করে বা সম্পাদকের ওপর হামলা চালায়, তারা আদৌ গণতন্ত্রের ন্যূনতম চেতনা ধারণ করে না। মতপ্রকাশের স্বাধীনতা দমন করে কেউ গণতন্ত্রের ধারক হতে পারে না। সাংবাদিক সমাজ কখনো ভয়ভীতির কাছে মাথা নত করবে না এবং সত্য প্রকাশে নীরব থাকবে না।’
বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘সাংবাদিকদের কার্যালয় কখনোই হামলার লক্ষ্য হতে পারে না। সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক দায়িত্ব। ভিন্নমত দমন, সমালোচনামূলক সাংবাদিকতা বন্ধ করা এবং ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা একটি অশনিসংকেত, যা সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে গভীর অস্থিরতার দিকে ঠেলে দেয়।’
খুবিসাস অবিলম্বে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয় এবং নিউ এজ সম্পাদক নূরুল কবিরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Comments
Comments