[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি

প্রকাশঃ
অ+ অ-
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন | ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে সারা দেশের ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, শনিবার আলাদা দুটি চিঠির মাধ্যমে পুলিশকে এসব নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে সিইসি, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন। সিইসির জন্য ইতিমধ্যে গাড়িসহ পুলিশি নিরাপত্তা রয়েছে। নির্বাচনকালীন সময়ে তাঁর জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শককে দেওয়া আরেকটি চিঠিতে সারা দেশে ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।

এই পরিস্থিতিতে সারা দেশে ইসির মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে প্রয়োজন অনুযায়ী পুলিশের সদস্য মোতায়েন করতে বলা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন