[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সরকারি ছুটিতে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা

প্রকাশঃ
অ+ অ-

সরকারি ছুটি ঘোষণার কারণে আজ বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করে। এতে বলা হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (সিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭-এর অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর, বুধবার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেছে। এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। শোক পালনের অংশ হিসেবে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মঙ্গলবার থেকে সকল প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিনের শোক পালন করবে। সরকারের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন