[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবি পার্টি ছেড়ে বিএনপিতে ফিরলেন জামায়াত থেকে বহিষ্কৃত নেতা

প্রকাশঃ
অ+ অ-
এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব ও রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক মো. আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন। আজ সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব ও রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন। আজ সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায়, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিনের বাড়িতে, তাঁর হাত থেকে একগুচ্ছ ধানের শিষ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আবদুল লতিফ।

লালমনিরহাট-৩ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ফিরোজ কবীর বলেন, ‘আবদুল লতিফ মাস্টার বেশ কিছুদিন ধরে সংগঠনে নিষ্ক্রিয় ছিলেন। এ অবস্থায় তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানতে পেরেছি।’

আবদুল লতিফ কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। ২০১৯ সালে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাঁকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২০১৪ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন, ‘২০১৯ সালে সংগঠন পরিপন্থী কাজের জন্য আবদুল লতিফকে কালীগঞ্জ উপজেলা আমিরের পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি এবি পার্টিতে যোগ দেন।’

লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বলেন, ‘আবদুল লতিফ মাস্টার এবি পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিতে ও ধানের শীষের পক্ষে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আজ সকালে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।’

আবদুল লতিফ মাস্টার বলেন, ‘দেশের মানুষ, এলাকার উন্নয়ন ও মুক্তির জন্য বিএনপিতে যোগ দিয়েছি। রোকন উদ্দিনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন