[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় মাথায় গুলি করে সাংবাদিককে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
ইমদাদুল হক মিলন | ছবি: সংগৃহীত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটায় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ইমদাদুল হক মিলন (৪৫) ডুমুরিয়ার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মোহাম্মদ বজলুলের ছেলে। মিলন ‘বর্তমান সময়’ নামে একটি নিউজ পোর্টাল পরিচালনা করতেন। তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন।

এই ঘটনায় আহত হয়েছেন স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস।

আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ জানান, ‘মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন এসে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি ঘটনাস্থলে থাকা দেবাশীষ বিশ্বাসের মাথায় লাগে। তিনি সরে গেলে সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে। পরে অস্ত্রধারীরা চলে যায়। এরপর স্থানীয় লোকজন আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘অপরাধীদের ধরতে অভিযান চলছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন