ডেইলি স্টার অফিসে ভাঙচুর-আগুন
| ডেইলি স্টার ভবনে জ্বলছে আগুন | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে একদল লোক এই হামলা চালায়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতরা কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। পরে তারা দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা সংবাদকর্মীরা ছাদে আশ্রয় নেন। অনেকেই সেখানে আটকা পড়েন।
দ্য ডেইলি স্টারের এক সংবাদকর্মী বলেন, ‘আমাদের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই এখন ছাদে উঠে আশ্রয় নিয়েছি।’
ভবনটিতে আটকা পড়া দ্য ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লেখেন, ‘আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।’
এদিকে দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে থেকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়ার কাজ করছে সেনাবাহিনী। রাত ১২টা ৫৮ মিনিটের দিকে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছান। তারা ভবনের ছাদে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।
Comments
Comments