 |
| অগ্নিসংযোগের পর প্রথম আলো অফিস | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয় ও প্রথম আলোর অফিসে বৃহস্পতিবার রাতের দিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
শুক্রবার সকালে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার এবং ক্ষয়ক্ষতির পর্যালোচনা করছেন। ভবনের সামনে অনেক উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
 |
| অগ্নিসংযোগের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রথম আলোর কার্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
সরেজমিনে দেখা যায়, ডেইলি স্টার ভবনের ১ থেকে ৩তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে। আগুনে অফিস কক্ষ, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ৪ থেকে ৭তলা পর্যন্ত অফিসের প্রায় সব সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। কাগজপত্র, কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন উপকরণ ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে। এক কথায়, পুরো ভবনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
 |
| পুলিশ ঘিরে রেখেছে ডেইলি স্টার অফিস | ছবি: পদ্মা ট্রিবিউন |
সকালে ভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও ছবি তুলতে দেখা যায়।
 |
| ডেইলি স্টারের অফিস অগ্নিসংযোগের পরের অবস্থা | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রিয় কর্মস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন ডেইলি স্টারের ফটো সাংবাদিক প্রবীর দাশ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব স্মৃতি, আমার এত বছরের ক্যারিয়ারে তোলা ছবি—চার-পাঁচটি হার্ডড্রাইভ। অগ্নিসংযোগকারীরা হয়তো জানে না, একজন সাংবাদিকের কাছে এসব জিনিসের মূল্য কতটা।’
 |
| ডেইলি স্টারের সামনে উৎসুক জনতা | ছবি: পদ্মা ট্রিবিউন |
অফিস প্রাঙ্গণে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ডেইলি স্টারের আরেক সংবাদকর্মীকে। তিনি বলেন, আগুনে শুধু অফিস নয়, পুড়ে গেছে তার বহুদিনের স্বপ্নও।
তিনি আরও জানান, ‘আগামী রবিবার একটি ফ্ল্যাট কেনার কথা ছিল। সেই ফ্ল্যাটের জন্য ধার করে জোগাড় করা ১০ লাখ টাকা অফিসে রেখেছিলাম, যা আগুনে পুড়ে গেছে। এ ছাড়া আমার পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে নষ্ট হয়েছে।’
 |
| আগুনে পুড়ে গেছে ডেইলি স্টারের কার্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
Comments
Comments