[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাম দলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা, কয়েকজন আহত

প্রকাশঃ
অ+ অ-
বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন   

বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী লালদিয়া-পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।

মিছিলটি রাজধানীর কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটার ব্যবহার করে। এ ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

দাবির পক্ষে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি | ছবি: পদ্মা ট্রিবিউন   

 সমাবেশ শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করে। জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন হয়ে দুপুর ১২টা ২০ মিনিটে মিছিলটি কাকরাইল মোড়ে পৌঁছায়। পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয় এবং পরে পুলিশ তাদের থামাতে লাঠিপেটার চেষ্টা করে।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ। কর্মসূচি আয়োজনকারীদের সঙ্গে এ বিষয়ে বারবার কথা বলা হয়েছে। তারপরও তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। এই ধাক্কাধাক্কিকে লাঠিপেটা হিসেবে ধরা যায় না। তাদের যমুনার দিকে যাওয়া আটকানো হয়।

পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছেন | ছবি: পদ্মা ট্রিবিউন   

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিনসহ কয়েকজন আহত হয়েছেন।

এরপর বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।

বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ মিছিল | ছবি: পদ্মা ট্রিবিউন   

পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

আজ বেলা ১টা ১০ মিনিটে এই ঘোষণা দেওয়া হয় এবং বিক্ষোভকারীরা কাকরাইল মোড় থেকে মিছিল শুরু করেন। পরে তারা প্রেসক্লাবে পৌঁছে কর্মসূচি শেষ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন