[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তুরাগে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে গাড়িতে আগুন

প্রকাশঃ
অ+ অ-
নাদিম হাসানের বাড়ির বাইরে মাইক্রোবাসে আগুন দেওয়ার পর চারদিকে কালো ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর উত্তরায় আজ সোমবার বিকেলে একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়েছে। মাইক্রোবাসটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাই নাদিম হাসানের।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে একই সীমানাপ্রাচীরের মধ্যে হাবিব হাসান ও নাদিম হাসানের দুটি ভবন। গত বছরের ৫ আগস্টের পর তাঁদের পরিবারের সদস্যরা ওই ভবন দুটি ছেড়ে পালিয়ে যান। আজ নাদিম হাসানের বাড়ির বাইরে মাইক্রোবাসে আগুন দেওয়ার পর চারদিকে কালো ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তুরাগ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বিকেল পৌনে ৪টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে নাদিম হাসানের বাড়ির সামনে রাখা একটি মাইক্রোবাসে কে বা কারা আগুন দেয়। পরে পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন আগুন নেভান। তবে এর আগেই মাইক্রোবাসটি পুড়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম বলেন, 'ক্ষুব্ধ একদল তরুণ-যুবক হাবিব হাসান ও নাদিম হাসানের বাড়িতে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের সরিয়ে দেয়। তাঁরা সেখান থেকে যাওয়ার সময় নাদিম হাসানের ভবনের সামনে রাখা তাঁর মাইক্রোবাসটিতে আগুন দেন। মাইক্রোবাসটি নষ্ট ছিল।' 

গাড়িতে আগুনের বিষয়ে উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আলম হোসেন বলেন, 'বিকালে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২৩ নম্বর সড়কে একটি তুলার গুদামে আগুন লাগে। সেটা নেভানোর কাজ করার সময় সাবেক সদস্যের ভাইয়ের বাসায় আগুনের খবর আসে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন নিভে গেছে। আমরাদের কাজ করতে হয়নি। পরে দেখা যায় বাড়ির চৌহদ্দির ভেতরে একটি মাইক্রোবাস পুড়ে গেছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন