বিএনপি নেতার মন্তব্যে ক্ষুব্ধ আইনজীবীরা
![]() |
| বিবৃতি | প্রতীকী ছবি |
আইনজীবীদের বিষয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দীন ফরহাদের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা একই সঙ্গে মেজবাহউদ্দীনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেজবাহউদ্দীন ফরহাদ বলেন, ‘ওকালতি যাঁরা করেন, তাঁরা কিন্তু টাউট–বাটপার’। এই বক্তব্য শুধু অশালীন নয়, বরং সভ্যতার সীমা অতিক্রম করেছে। বার কাউন্সিলের মতে, এই মন্তব্য আইন পেশার সঙ্গে যুক্ত আইনজীবীদের অসম্মান করেছে এবং এক ধরনের ফৌজদারি অপরাধও করেছে।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা এই ঘৃণ্য মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং মেজবাহউদ্দীন ফরহাদকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজবাহউদ্দীন ফরহাদের নেতিবাচক মন্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিসহ সারা দেশের আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সমিতি মেজবাহউদ্দীনকে জনসম্মুখে তাঁর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও জানায়, বরিশাল–৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দীন ফরহাদ সম্প্রতি বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক সমাবেশে অনভিপ্রেত মন্তব্য করেছেন। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য দেশের সব আইনজীবী সমাজকে অপমান করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন