[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে | ছবি: পদ্মা ট্রিবিউন

ময়মনসিংহ রেলস্টেশনের ধোয়া-মোছার জায়গায় (ওয়াশপিট) দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে এই ঘটনা ঘটে।

আগুন ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়। এতে একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা ছিল। সেখানে অনেক অন্ধকার থাকায় ভোরে একদল দুর্বৃত্ত নাশকতার উদ্দেশ্যে ট্রেনে পেট্রল ঢেলে আগুন দেয়।

সিরাজুল ইসলাম জানান, আগুন দেখে আরএনবির তিন সদস্য দ্রুত তা নেভানোর চেষ্টা করেন। তারা কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে ধাওয়া দেন, তবে অন্ধকারে তাকে ধরা সম্ভব হয়নি। পরে আরএনবি সদস্যরা নিজেদের জ্যাকেট ভিজিয়ে আগুনের ওপর ঢেকে দেন এবং পানি ছিটিয়ে তা দ্রুত নেভান। এতে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, ট্রেনের বগিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। পোড়া বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং আইনি পদক্ষেপ নেওয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন