[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাঁশখালীতে অস্ত্রসহ পাঁচ ‘সন্ত্রাসী’ আটক, ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্রসহ আটক পাঁচ ‘সন্ত্রাসী ’| ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে

চট্টগ্রামের বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ‘সন্ত্রাসীকে’ আটক করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নতুন বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুর্বৃত্তরা। পরে কোস্টগার্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটক পাঁচজন হলেন— আবু নছর চৌধুরী (৪৪), আবদুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেল (২১)। তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কোস্টগার্ড জানিয়েছে, তারা স্থানীয় সন্ত্রাসী মনসুর বাহিনীর সদস্য।

কোস্টগার্ড জানায়, আজ ভোরে নতুন বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেই সময় সন্ত্রাসীরা কোস্টগার্ডের গাড়িতে হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তিরা অস্ত্রের মুখে স্থানীয় মানুষদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাত। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'আটক সন্ত্রাসীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন