[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ১০টার পর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে এই বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার পর সার্ক ফোয়ারা এলাকায় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তখন আশপাশের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশায় করে কারওয়ান বাজার থেকে সার্ক ফোয়ারা সিগন্যাল পার হয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন সাংবাদিক মানসুরা হোসাইন। তিনি বলেন, ‘সার্ক ফোয়ারা সিগন্যাল পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। সিগন্যালের পাশে বিস্ফোরণ ঘটেছে।’

এরপর মানসুরা হোসাইন অটোরিকশায় মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসায় যান। তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ রাতে রাস্তায় গাড়ি খুব কম ছিল। এছাড়া সড়কে সবাই তাড়াহুড়ো করছিল।

ঘটনার আগে রাত পৌনে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন পথচারী আহত হন এবং রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগের রাতে এই দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে আজসহ কয়েক দিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন