জামালপুরে নদীতে নেমে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার
মাদারগঞ্জের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদে ডুবে নিখোঁজ শিশু বৈশাখীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার আনারবাড়ী ঘাট থেকে লাশটি পাওয়া যায়।
বৈশাখী (৮) মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী এলাকার কৃষক হোসেন মিয়ার মেয়ে। গত শুক্রবার সন্ধ্যায় তিনটি এবং শনিবার দুপুরে আরও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ থাকা সর্বশেষ শিশুটিও এখন পাওয়া গেছে। এ ঘটনায় মোট পাঁচ শিশুর লাশ উদ্ধার হলো।
সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার পাশ দিয়ে ঝিনাই নদ বয়ে গেছে। মৃত শিশুদের বাড়িও নদের কাছেই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলের দিকে নদীর তীরে থাকা একটি নৌকায় শিশুরা খেলছিল। হঠাৎ নৌকা থেকে তারা পড়ে যায় এবং ডুবে যায়। তাদের খুঁজতে স্বজনেরা তৎপর হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার সন্ধ্যায় তিন শিশুর লাশ উদ্ধার করে। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়।
শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়। এক পর্যায়ে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
রোববার সকালে আনারবাড়ী ঘাটেই নিখোঁজ শিশুর লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, 'গতকাল সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ছিল। একে একে চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একটি শিশু নিখোঁজ ছিল। আজ সকালে সেই শিশুটিও লাশ ভেসে উঠেছে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়ার আগে লাশ উদ্ধার করেছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।'

একটি মন্তব্য পোস্ট করুন