[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আইনশৃঙ্খলার দায়িত্ব থেকে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে

প্রকাশঃ
অ+ অ-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা হয়। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে | ছবি: পদ্মা ট্রিবিউন  

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে এখন সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আপাতত ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়া হবে। আজ বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাঁদের আবার মাঠে পাঠানো হবে, আর তখন বাকিদের ফিরিয়ে নেওয়া হবে। বৈঠকে উপস্থিত সরকারের দুইজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর কিছু সদস্যকে সরিয়ে নেওয়ার আরেকটি কারণ হলো, তাঁদের ফেরানোর পর মাঠে কী ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে—তা পর্যবেক্ষণ করা। কারণ, দীর্ঘদিন ধরে সেনাবাহিনী মাঠে থাকায় কিছু জটিলতা তৈরি হচ্ছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন