[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

একই স্থানে কম্পন বাড়লে বড় ভূমিকম্পের আশঙ্কা

প্রকাশঃ
অ+ অ-
অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী | ছবি: পদ্মা ট্রিবিউন

একই স্থানে বারবার কম্পন হলে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। শনিবার রাতে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক মেহেদী আহমেদ বলেন, ‘ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। একই স্থানে বারবার কম্পন হলে বুঝতে হবে, সামনে বড় ভূমিকম্প আসতে পারে। এই পরিস্থিতি আরও চার-পাঁচ দিন পর্যবেক্ষণ করতে হবে। তারপর বোঝা যাবে কী ঘটবে।’

গতকাল শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন নিহত হন।

এরপর আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

পরে শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আবার কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এই কম্পনের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায় এবং রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৭। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

অধ্যাপক মেহেদী আহমেদ বলেন, ‘বিগত দুই দিনে যে তিনটি ভূকম্পন অনুভূত হয়েছে, সবটির উৎপত্তিস্থল নরসিংদীতে। একই স্থানে বারবার কম্পন হলে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ে।’

অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন