[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে ঘোড়ার গাড়ি করে শিক্ষকের রাজকীয় বিদায়

প্রকাশঃ
অ+ অ-
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার সরকারকে সুসজ্জিত টমটম গাড়িতে করে বিদায় জানানো হয়। রোববার সকালে স্কুল প্রাঙ্গণে | ছবি: পদ্মা ট্রিবিউন 

ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক দিলীপ কুমার সরকার। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের পর তিনি অবসরে গেলেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

আজ রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়েন দিলীপ কুমার সরকার।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) অনিতা রানী বলেন, 'দিলীপ কুমার সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগে এসেছে বহু সাফল্য। তাঁকে আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।' 

শিক্ষক দিলীপ কুমার সরকারকে বিদায় সংবর্ধনা জানাচ্ছেন তাঁর সহকর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

দিলীপ কুমার সরকার ১৯৯৮ সালের ২ মে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয়ে জায়গা করে নেন। স্থানীয়রা বলেন, শিক্ষাক্ষেত্রে দিলীপ কুমার সরকারের অবদান সব সময় স্মরণীয় থাকবে।

বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, 'এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার কাছে যেমন গর্বের, তেমনি খুব আবেগেরও।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন